আকন্দ শফিকুল ইসলাম ।। বরগুনা জেলা প্রশাসক মোকলেছুর রহমান বলেন খেলাধুলা মাদক সন্ত্রাস,জঙ্গিবাদ ওবিপদগামী হওয়া থেকে যুব সমাজকে রক্ষা করে।সুস্থ্য সবল দেহমন এবং দেশ ও জাতীর প্রতি ভালবাসা তৈরিতে খেলা ধুলা অপরিহার্য।
আজ শনিবার জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত সভায় সভাপতির বক্তব্যে তিনি একথা বলেন। জেলাপ্রশাসক আরও বলেন খেলাধুলা প্রতিযোগিতার মনোভাব সৃষ্টি করে। বরগুনা জেলার সকল খেলার মাঠ বছরব্যপি সরব রাখার জন্য সারা বছর বিভিন্ন খেলা আয়োজন করার জন্য জেলা ক্রীড়া সংস্থার নেতৃবৃন্দের প্রতি আহবান জানান।
সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা ক্রীড়া সম্পাদক মোঃ আলমগীর হোসেন, কোষধ্যক্ষমোঃহরুন- অর-রশিদ রিংকু,সহ সভাপতি মোঃ লুৎফুরর রহমান খান,সদস্য মোঃ মুজিবুর রহমন, বরগুনা পৌর সভারপ্যানল মেয়র মোঃ মমনিরুজ্জামান,বেতগী ক্রীড়াসংস্থার সম্পাদক ও প্রেসক্লাব সভাপতি মোঃ মিজানুর রহমান মজনু, পাথরঘাটা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক মোঃ মুজিবুর রহমান, আমতলীর সম্পাদক মোঃ বশির উদ্দিন তালুকদার, তালতলীরসম্পাদক ধলু শে সহঅন্যান্ন নেতৃবৃন্দ। সভায় আগামী ৪ মে ৬ ষ্ঠ জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট এর উদ্বোধনী খেলা অনুষ্ঠানের সিদ্ধান্ত হয়।