বরগুনা প্রতিনিধি ।। বরগুনার কৃতি সন্তান ড. আক্তারুজ্জামানের বাসভবনে হামলা ও হামলাকারীদের বিচারের দাবিতে বরগুনায় মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
আজ মঙ্গলবার বেলা ১১ টায় বরগুনা প্রেসক্লাবের আয়োজনে প্রেসক্লাব চত্বরে এ কর্মসূচি পালন করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, ড. আক্তারুজ্জামানের বাসভবনে হামলার প্রতিবাদে বরগুনায় এ মানববন্ধন কর্মসূচি
চলাকালীন বরগুনা প্রেসক্লাব সভাপতি মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন মনোয়ারের সভাপতিত্বে বক্তব্য রাখেন, মুক্তিযোদ্ধা ও এনজিও ফোরামের সভাপতি মোতালেব মৃধা, মুক্তিযোদ্ধা সুখ রঞ্জন শীল, সাংবাদিক মো. হাসানুর রহমান ঝন্টু, লোকবেতার ষ্টেশন ম্যানেজার সাংবাদিক মনির হোসেন কামাল প্রমুখ।
এসময় বক্তারা দ্রুত দেশের সর্বোচ্চ বিদ্যাপিট এবং বরগুনার কৃতি সন্তান ঢাকা বিশ্ব বিদ্যালয়ের উপাচার্যের উপর হামলাকারীদের সনাক্ত করে দ্রুত কঠোর বিচারের আওতায় আনার দাবী জানান।
বরগুনা প্রেসক্লাবের আয়োজনে মানববন্ধনে বরগুনা জেলা টেলিভিশন সাংবাদিক ফোরাম, সেক্টর কমান্ডার‘স ফোরাম মুক্তিযুদ্ধ ৭১, শিশু কিশোর সংগঠন খেলাঘর ও স্থানীয় কমিউনিটি রেডিও লোকবেতারসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্ধসহ স্থানীয়রা অংশ নেয়।