মোঃ মিজানুর রহমান মজনু।। শনিবার ১৪ এপ্রিল রাতে ঝর বৃষ্টি হওয়ার সময় বজ্রপাতে বেতগী পল্লী বিদ্যুৎ সমিতির সাবস্টেশনের ট্রান্সফরমার বিকল হয়ে যাওয়ায় বেতাগী উপজেলায় বিদ্যুৎ সংযোগ নাথাকায় সমস্ত উপজেলা অন্ধকার নিমজ্জিত হয়ে পরেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত প্রায় ২৫ ঘন্টা বিদ্যুৎ সংযোগ না থাকায় পৌর শহর ভুতুরেনগরীতে পরিনত হয়েছে। সমস্ত উপজেলা হয়েছ ভুতুরেপুরী। বেতাগী উপজেলা নির্বাহী অফিসার মোঃ রাজীব আহসান জানান প্রাকৃতিক দূর্যোগে কাহারও হাত নেই।বেতাগী পল্লী বিদ্যুৎ সমিতির কর্মচারীরা বিদ্যুৎ সংযোগ চালু করার জন্য নিরলস প্রচেষ্টা চালাচ্ছে। বেতাগী থানার ওসি তদন্ত বিদ্যুৎ নাথাকায় পুলিশি টহল জোরদার করেছেন এবং জনসাধারনকে সর্তক ও শান্ত থাকার অনুরোধ জানিয়েছেন।