মো: কামাল হোসেন খান ।। বেতাগীতে বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠির বেতাগী উপজেলা সংসদের উদ্যোগে ৩ দিন ব্যাপি বৈশাখী মেলা অনুষ্ঠানের উদ্বোধন করা হয়েছে। সোমবার সন্ধ্যায় বেতাগী সরকারি কলেজ মাঠে এর উদ্বোধন করেন, বেতাগী পৌরসভার মেয়র আলহাজ্ব এবিএম গোলাম কবির। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বরগুণা-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব শওকত হাচানুর রহমান রিমন।
উপস্থিত ছিলেন, সরকারি কলেজের অধ্যক্ষ নুরুল আমিন, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মাকসুদুর রহমান ফোরকান, যুগ্ম সম্পাদক মো: খলিলুর রহমান, পৌর আওয়ামী লীগের সভাপতি বাবুল আক্তার, সাধারন সম্পাদক হাদীসুর রহমান পান্না, সদর ই্উনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি লুৎফর রহমান স্বপন, বৈশাখী মেলা উদযাপন কমিটির আহবায়ক প্রভাষক মাসুদ সিকদার, উদীচীর স্থানীয় শাখার সভাপতি দিপক কুমার গুহ, বেতাগী প্রেসক্লাব সভাপতি মিজানুর রহমান মজনু, উপজেলা যুবলীগের সভাপতি জহিরুল ইসলাম লিটন, ছাত্রলীগের সভাপতি বিএম আদনান খালিদ মিথুন, সাধারন সম্পাদক সাব্বির আকন। মেলায় মনোজ্ঞ সংস্কৃতিক অনুষ্ঠান শেষে বরগুণা-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব শওকত হাচানুর রহমান রিমন অংশগ্রহণকারী শিল্পীদের পুরস্কার বিতরণ করেন।