মোঃ জিয়াউর রহমান জুয়েল।।বরগুনার বেতাগীতে বজ্রপাতে একজন নিহত ও একজন আহত হওয়ার খবর পওয়া গেছে। আজ ২৯ এপ্রিল রবিবার ৩ টায় বেতাগী উপজেলার বিবিচিনি ইউনিয়নের ফুলতলা গ্রমের মৃত মনির উদ্দিনের ছেলে মোতালেব হাওলাদার তার নাতিকে নিয়ে বেড়ীবাধের বাহিরে মহিষ চড়াতে গেলে বিকাল ৩টায় কাল বৈশাখী ঝড় শুরু হয়। এ সময় বজ্র পাতে মোতালেব হাওলাদার (৭৫) ঘটনাস্থানে নিহত হয় এবং তার সাথে থাকা তার নাতি মোঃ রাজিব হাওলাদার (১৬) গুরুতর আহত হয়। আহত রাজিব কে চিকিৎসার জন্য বেতাগী সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্য রত চিকিৎসক তার অবস্থা আসংখ্যা জনক দেখে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন। এছারা কাল বৈশাখী ঝড়ে অসংখ্য কাঁচা ঘরবাড়ী বিধ্বস্থ গাছপালা উপরে পরেছে। এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মোঃ রাজীব আহসান জানান নিহতের পরিবার ও আহত ব্যক্তিকে জেলা প্রশাসনের পক্ষ থেকে আর্থিক সহযোগিতা করা হবে। ঝড়ে কাঁচা ঘরবাড়ী ও গাছপালা খয়খতির সঠিক নিরুপনের কাজ চলছে। সংবাদ লেখা পর্যন্ত বেতাগীতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন।