নিউজ ডেস্ক /
বেতাগী পৌর শহরের ৬নং ওয়ার্ডের বাসিন্দা নিয়ামতি ডিগ্রি কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের অধ্যাপক নারায়ন চন্দ্র পাল (৫২)গতকাল বুধবার (২ মে) রাত ১১ টায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেন।
(দিব্যান লোকং দেহেং আত্মং স-গচ্ছতি) । মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন গুন-গ্রাহী রেখে যান। তাঁর মৃত্যুতে বরগুনা-১ আসনের সাবেক সংসদ সদস্য প্রফেসর ড. আব্দুর রহমান খোকন, বেতাগী উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ শাহজাহান কবির, পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব এবিএম গোলাম কবির, পৌর আওয়ামী লীগের সভাপতি বাবুল আক্তার, সাধারণ সম্পাদক ও প্যানেল মেয়র আলহাজ্ব হাদিছুর রহমান পান্না, বেতাগী সদর ইউপি চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম,বেতাগী প্রেসকøাবের সভাপতি মোঃ মিজানুর রহমান মজনু, বেতাগী বন্দর ব্যবসায়ী সমিতি’র সভাপতি পরেশ চন্দ্র কর্মকার, উপজেলা যুবলীগ সভাপতি প্রভাষক মোঃ জহিরুল ইসলাম লিটন, ছাত্রলীগ সভাপতি বিএন আদনান খালিদ মিথুনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন। নারায়ন চন্দ্র পালে’র মরদেহের অন্ত্যোষ্টিক্রিয়া আজ বৃহস্পতিবার দুপুরে নিজ বাড়িতে সম্পন্ন হবে।