শফিকুল ইসলাম ইরান,স্টাফ রিপোর্টারঃ বরগুনার বামনা উপজেলার ডৌয়াতলা ইউনিয়রের ডৌয়াতলা গ্রামে ব্রেন টিউমার রোগে গুরুত্বর আক্রান্ত স্বামীর সাথে প্রতারনা করে স্বামীর সম্পত্তি দলিল রেজি: করে জমি আত্মসাৎতের প্রমান পাওয়া গেছে। স্থানীয় সুএে জানা যায় , পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার গুলিশাখালী ইউনিয়নের মকমা গ্রামের মৃত: ফজলু হাওলাদারের পুএ মো: ইসমাইল এর সাথে বামনা উপজেলার বুকাবুনিয়া ইউনিয়নের জাফরাখালী গ্রামের মো: সিদ্দিক মিয়ার কন্যা মোসা: রেবা আক্তারের সাথে শরিয়ত মোতাবেক বিবাহ হয়। তাদের সংসারে দুইটি পুএ সন্তানের জন্ম নেয়। আবদুল্লাহ (১১) আবু জাহেদ(৬) ইসমাইল দীর্ঘ ১৮বছর যাবত সৌদি প্রবাসী মাঝে মধ্যে বাড়ীতে আসা যাওয়া করত। গত-১৫ ফেব্রæয়ারী ২০১৮ইংতারিখ ব্রেন টিউমার রোগ নিয়া বাড়ীতে আসলে , স্ত্রী রেবা জানতে পায় ডাক্টার ইসমাইলকে তিন মাস বেচে থাকার ঘোষনা দিলে , স্বামীর নিজ বাড়ীর কবলা সম্পত্তির উপর রেবার লোভ সৃষ্টি হয়। সু-কৌশলে রেবা স্বামীকে নিয়া বাবার বাড়ীতে যায়। তার আত্মীয় স্বজনের কু-পরামর্শে রেবা মঠবাড়িয়া সাব-রেজিস্ট্রি অফিসে গিয়া ইসমাইলের নামের ১০৮ শতাংশ জমি রেবা দলিল রেজি: নেয়। ইসমাইলের ভাই মিলন জানান , আমার ভাইকে উন্নত চিকিৎসা না করিয়ে , ষড়যন্ত্র করে , প্রথমে ডৌয়াতলা বাজার সংলগ্ন বশত বাড়ীর ২৪ শতাংশ জমি রেবা নিজের নামে লিখে নেয়ার পায়তারা করলে , কোন ভাবে না পেরে দুই ছেলের নামে লিখে নেয়। পরবর্তীতে আমার ভাইকে রেবার বাবার বাড়ীতে আটকে রেখে নিজ বাড়ীর জমি টুকু গোপনে লিখে নেয়। আমার ভাই ব্রেন টিউমার সে কথা বলতে পারে না , ইসমাইল নিজের ইচ্ছায় জমি রেবাকে দেয় নাই। কারন সে ব্রেন শুন্য। তাছারা রেবার সাথে কালাম নামের এক ব্যক্তির সাথে পরকীয়া সম্পর্ক রয়েছে। বর্তমানে রেবার চাচা আমাকে খুন ও গুম করার হুমকী দিচ্ছে। ভাই ইসমাইল ও আমার পরিবারের লোকজন তাদের ষড়যন্ত্রের শিকার। ইসমাইলের মা বেগম জানান , আমার ছেলেকে ক্ষতি করেছে তার স্ত্রী রেবা , তার চাচা শুক্কুর হাজী ও তার বাবা সিদ্দিক , তার পরকীয়া প্রেমিক কালাম , ছেলের কোন দুর্ঘটনা হলে দায়বার তাদেরই নিতে হবে। মোসা: রেবা বেগম বলেন , স্বামী ব্রেন টিউমার ডাক্টার বলেছেন , তিন মাস বেচে থাকবেন , স্বামীর অনেক দেনা শোধ করার জন্য কাউকে না জানিয়ে জমির দলিল রেজি: করে নিয়েছি। ডৌয়াতলা বাজারের বশত বাড়ীর জমি ছেলেদের নামে নিয়েছি। এ বিষয় বামনা থানার অফিসার ইনচার্জ জানান , এ ব্যাপারে থানায় কোন অভিযোগ আসেনি , আসলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।