নিউজ ডেস্ক:বাংলাদেশ কলেজ শারিরীক শিক্ষাবিদ সমিতির চেয়ারম্যান মোঃ মনির হোসেনের মাতা জয়গুনা বেগম (৮২) গত ৬ মে সকাল ৯ টায় বার্ধক্য জনিত কারনে সরিয়ত পুরে তার নিজ বভনে মৃত্যু বরন করেন। (ইন্না নিল্লাহে……রাজেউন)।মৃত্যুকালে তিনি ৫ছেলে ও ৫কন্যা মোট ১০ সন্তান সহ নাতি-নাতনি ও অসংখ্য আত্মীয় স্বজন রেখে জান।তার মৃত্যুতে কলেজ শারিরীক শিক্ষাবিদ সমিতি পরিবার শোকাহত।