বরগুনা প্রতিনিধি: বরগুনায় মোটরসাইকেল চাপায় মোবারক নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার দুপুরে বরগুনা সদর উপজেলার ৬ নম্বর বুড়িরচর ইউনিয়নের ছোট লবনগোলা গ্রামে ঘটনাটি ঘটে। মৃতের পরিবারের অভিযোগ স্থানীয় শামীম চৌকিদার মোটরসাইকেল দ্রুত গতিতে চালিয়ে এসে মোবারকের গায়ে উঠিয়ে দেয়। এত ঘটনাস্থলে মাথা ফেটে মারা যান তিনি। বরগুনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মাসুদুজ জামান দৈনিক দ্বীপাঞ্চলকে জানান, মরদেহ উদ্ধার করে বরগুনা জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ভূক্তভোগীর পরিবার অভিযোগ করলে আইনানুগ ব্যবস্থাগ্রহণ করা হবে।