রহিম রেজা : ঝালকাঠির রাজাপুরের পুখরিজানা গ্রামে বজ্রপাতে কৃষক নূর জালাল (৪৫) নিহত হয়েছে। সোমবার বিকেলে পুখরিজানা সাইক্লোন শেল্টারের পশ্চিম পাশের মাঠে এ ঘটনা ঘটে। নিহত নূর জালাল ওই গ্রামের মৃত আশ্রাব আলী ফকিরের ছেলে পেশায় কৃষক। পুলিশ ও স্থানীয়রা জানান, বিকেলে বাড়ির কাছের মাঠে গরু আনতে যায় কৃষক নূর জালাল। এ সময় ঝড় বৃষ্টি শুরু হলে রাস্তার পাশের গাছের নিচে আশ্রয় নিলে ওইখানে বজ্রপাত হলে তিনি ঘটনাস্থলেই মারা যান। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। রাজাপুর থানার ওসি শামসুল আরেফিন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে, প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।