বরগুনা প্রতিনিধি ॥ বরগুনা সদর উপজেলার ৯নং এম বালিয়াতলী ইউনিয়নের ছোনবুনিয়া এলাকার চিহ্নিত সন্ত্রাসী, চাঁদাবাজ, মাদক ব্যবসায়ী ও একাধীক মামলার আসামী ছগির মোল্লাকে অবিলম্বে গ্রেফতার ও বিচারের দাবীতে মানববন্ধন করেছে এলাকাবাসী। মঙ্গলবার সকাল ১১ টার দিকে ছোনবুনিয়া এলাকায় এ মানববন্ধন করেছে ছগির মোল্লার হাতে নির্যাতিত এলাকাবাসী। খবির হাওলাদারের সভাপতিত্বে ঘন্টাব্যাপী এ মানববন্ধনে বক্তব্য রাখেন, বাচ্চু হাওলাদার, ইউসুফ আলী খাঁন, আল-আমীন ও শিল্পী বেগমসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ। মানববন্ধনে অংশগ্রহনকারী সকলে সন্ত্রাসী ছগির মোল্লাকে অবিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবী জানান আইন শৃংঙ্খলা বাহিনীর কাছে। এছাড়াও এলাকার একাধিক ব্যক্তি অভিযোগ করেন ছগির মোল্লার দোসর মাদক ব্যাবসায়ী মাসুদ সরদার বিগত দিন থেকে এলাকায় সন্ত্রাসী ও চুরি ডাকাতি করে আসছে। এদের নির্যাতনে এলাকাবাসী অতিষ্ঠ। বক্তারা বলেন, ছগির এলাকায় মাদক ব্যবসা, জেলেদেরকে জিম্মি করে বিভিন্ন ভাবে চাঁদা আদায় করে আসছে, চাঁদা না দিলে মারধর করেন তিনি। এমনকি নারীদের নির্যাতনসহ সন্ত্রাসী কর্মকান্ড পরিচালনা করে এলাকায়। তার নামে একাধীক মামলা থাকা সত্বেও পুলিশ তাকে গ্রেফতার করছে না