শোঃ শাহ আলম রুবেল//
বাংলাদেশের দক্ষিণের পর্যটন স্পট সাগরকন্যা কুুুয়াকাটায় গতকাল (১৯ মে) রাতে বিশাল আকৃতির মৃত নীল তিমি ভেসে এসেছে। নীল তিমিটির ৬০ ফুট লম্বা। দেশের বিভিন্ন এলাকা থেকে উৎসুক লোকজন ছুুটে এসেছে। কিভাবে মৃত হয়েছে তা বিশেষজ্ঞরা সঠিক ভাবে বলতে পারেনি। তবে অনেকেই এটির সংরক্ষনের দাবী জানিয়েছে।