মোঃ জিয়াউর রহমান জুয়েল //
জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষায় বিষয় ও নম্বর কমানোর সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্র্ণালয়। তবে এ ব্যাপারে আগামী ২৭ মে জাতীয় শিক্ষাক্রম সমন্বয় সভায় চূড়ান্তভাবে সিদ্ধান্ত নেওয়া হবে গত রোববার (২০ মে) শিক্ষা মন্ত্রনালয়ের অনুুষ্ঠিত সভায় শিক্ষা সচিব মোঃ সোহরাব হোসাইন এর সভাপতিত্বে এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় বর্তমানে ১০টি বিষয়ে ৮৫০ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হয়। তবে নতুন প্রস্তাবনায় ৭টি বিষয়ের মোট ৬৫০ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে। বাংলা ১ম পত্র ও ২ পত্র মিলে ১০০ নম্বর, ইংরেজি ১ম ও ২য় পত্র মিলে ১০০ নম্বর , গণিত, বিজ্ঞান, বাংলাদেশ ও বিশ্ব পরিচয় ও ধর্ম শিক্ষা প্রতি পত্রে ১০০ নম্বর করে থাকবে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয় ৫০ নম্বর ধরা হয়েছে।