মোঃ মিজানুর রহমান ডব্লিউ ও
লিপিকা মন্ডল অর্পিতা//
রমজানের পবিত্রতা রক্ষায় বঙ্গীয় প্রকাশ্যে জুয়া আইন ১৮৬৭ আওতায় বেতাগী পৌরসভার ৭ নং ওয়ার্ডের বাসিন্দা মোসাঃ তাসলিমা বেগমের ঘরে জুয়ার আসর চলার অভিযোগে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে গত সোমবার বিকাল সাড়ে ৩ টায় প্রথম শ্রেণির ম্যাজিস্টেট উপজেলা নির্বাহী অফিসার মোঃরাজীব আহসানের নেতৃত্বে এ আদালত পরিচালনা করা হয়।
জানা গেছে, তাসলিমা বেগমের ঘরে জুয়ার আসর চলার ঘর ক্রীড়ারত অবস্থায় কাউকে উপস্থিত না পাওয়ায় দন্ড দেওয়া সম্ভব হয়নি। তবে তালাবদ্ধ অবস্থায় ঘরের ভেতর প্রচুর তাস ছড়ানো ছিটানো অবস্থায় দেখতে পাওয়া যায় । এদিকে উপজেলার চান্দখালী, কাউনিয়া ও বেতাগী বাজারে ভেঁজাল বিরোধী অভিযান ও ভ্রাম্যমান আদালত পরিচালনাকালে ৬ জনকে ৭ হাজার ৫ শত টাকা জরিমানা করা হয়।