মোঃ মিজানুর রহমান মজনু//
বেতাগী উপজেলার হোসনাবাদ ইউনিয়নের উত্তর করুনার খাল থেকে একটি বিরল প্রজাতি মাছ উদ্ধার করা হয়। উত্তর করুনা গ্রামের বাসিন্দা মোঃশাহজাহানের চাক জালে গত ২৪ মে ওই বিরল প্রজাতির মাছ ধরা পড়ে। মাছটি দেখার জন্য এলাকার শত শত উৎসুুক জনতা ছুটে আসে। বিকালে শাহহজাহান ওই বিরল প্রজাতি মাছটি উপজেলা মৎস্য অফিসে নিয়ে আসেন। মৎস্য কর্মকর্তা মোস্তফা আল রাজীব বলেন,’ এ মাছগুলো আমাদের দেশে সেন্ট মার্টিন দ্বীপে পায়। মূূূূলতঃ এগুলো পাথুরে এলাকার বহিরাগত মাছ ( exotic). এর বৈজ্ঞানিক নাম ( Hypodtomus Plecostomus).’ মাছটির ওজন ১ কেজি ৫০০ গ্রাম। মাছটি খাবার উপযুক্ত হলেও মাছটি শাহজাহান না খেয়ে উপজেলা মৎস্য কর্মকর্তার নিকট জমা দেয়। মৎস্য কর্মকর্তা মাছটিকে উপজেলা পরিষদ সংলগ্ন পুকুরে অবমুক্ত করেন।