স্বপন কুমার ঢালী :
দেশজুড়ে র্যাব ও পুলিশের মাদক বিরোধী অভিযান চলাকালে
বেতাগীতে র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক মাদক ব্যবসায়ী
নিহত হয়েছে। গত সোমবার দিবাগত রাতে উপজেলার কাজিরাবাদ
ইউনিয়নের কুমড়াখালী এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।
বেতাগী উপজেলার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মামুন অর-রশিদ
এ তথ্য নিশ্চিত করেছেন। র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত মাদক
ব্যবসায়ী হলেন ফিরোজ মৃধা (৪২) (ওরফে গাঁজা ফিরোজ)। জানা
গেছে, ফিরোজ বেতাগী উপজেলার পৌরসভার ৪ নং ওয়ার্ডের মৃত
হাসেম মৃধার ছেলে। বেতাগী থানার পুলিশ জানায় তার বিরুদ্ধে
থানায় ৯টি মাদকের মামলা রয়েছে। ঘটনাস্থল থেকে ১টি রিভলবার,
১টি শুটারগান, রিভলবারে ২ রাউন্ড গুলি ও ২৪০ পিচ ইয়াবা উদ্ধার
করেছে র্যাব। গোপন সংবাদের ভিত্তিতে কাজিরাবাদ ইউনিয়নের
কুমড়াখালী এলাকায় অভিযান চালায় র্যাব-৮ এর পটুয়াখালী ক্যাম্পের
সদস্যরা। তাৎক্ষনিক উপস্থিতি চের পেয়ে ফিরোজ ও তার
সহযোগীরা র্যাব সদস্যদের উদ্দেশ্যে করে গুলি ছোড়ে। পরে র্যাব
আত্মরক্ষার জন্য পাল্টা গুলি চালায়। উভয়পক্ষের গুলি বিনিময় পিছু হটে
মাদক ব্যবসায়ীরা।
এ সময় ঘটনাস্থল তল্লাশী করে ফিরোজের গুলিবিদ্ধ মৃত দেহ উদ্ধার
করে। বেতাগী থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মামুন অর রশিদ
জানায়, ‘এ ঘটনায় থানায় একটি মামলা দাযের করেছে র্যাব।
ফিরোজের মরদেহ পুলিশের কাছে হস্তান্তরের পর লাশ মর্গে পাঠানো
হয়েছে।