তালতলী প্রতিনিধি ঃ বরগুনার তালতলী উপজেলায় মাদকের চলমান বিশেষ অভিযানে উপজেলার বন্দরস্থ আল আমিন (২৮) ও মৌপাড়া গ্রামের মোঃ শামীম গোলন্দাজ (৩৫) নামের ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
জানা যায়,গোপন সংবাদের ভিত্তিতে এ এস আই মো. শহিদুল ইসলাম ও এ এস আই হাসানের নেতৃত্বে থানা পুলিশের অভিযানে বুধবার ভোর রাতে তালতলী বন্দরস্থ মৃতঃ আঃ মালেক খলিফার ছেলে আল আমিনকে নিজ বাড়ী থেকে ১০পিস ইয়াবা ও ইয়াবা বিক্রির ১১ হাজার ৮ শত টাকাসহ এবং মৌপাড়া গ্রামের সোনালী গোলন্দাজ এর ছেলে মোঃ শামীম গোলন্দাজকে নিজ বাড়ীর সামনে মাছের ঘের থেকে ৫০ গ্রাম গাঁজাসহ আটক করা হয়।
তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পুলক চন্দ্র জানায়, গাঁজা ও ইয়াবা সহ ২জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।