হাসান ঝন্টু (বরগুনা)ঃ ধেয়ে আসছে দেশের দিকে শক্তিশালী পুর্ণাঙ্গ বজ্রবৃষ্টি প্রবাহ স্পার্ক ( ts b52 উপক্রান্তিয়) প্রাক মৌসূমী বৃষ্টি প্রবাহ।
এটি একটি ভয়ানক বজ্রবৃষ্টি প্রবাহ যার ভয়াবহ বজ্রপাতে মারা পড়তেপারে অনেক লোক ও প্রানী।
এধরনের বজ্রবৃষ্টি প্রবাহে ভয়ানক বজ্রপাতে একটি সাধারন ঘূর্ণিঝড় অপেক্ষা বেশি মানুষ মারাযায়।
বজ্রবৃষ্টি প্রবাহ স্পার্ক ৩১ শে মে হতে ৭ ই জুন ২০১৮ পর্যন্ত আপনার এলাকায় পশ্চিম বাংলা ও বাংলাদেশ।
এটি একটি বৃষ্টি প্রবাহ যা আগের বৃষ্টি প্রবাহের মতই বৃষ্টি ঘটাবে, তবে বৃষ্টির সাথে ভয়াবহ বজ্রপাত থাকার সম্ভাবনা বেশি।
চিত্রের লাল রঙের তীব্রতা অধিক বজ্রপাত এর নির্দেশ করে।
✔✔ বজ্রবৃষ্টি প্রবাহ স্পার্কে সারাদেশ আক্রান্ত হলেও বজ্রপাত কিন্তু দেশের সকল এলাকায় ভয়াবহ হবেনা।
আসুন আমরা দেখেনেই বজ্রবৃষ্টি প্রবাহ স্পার্ক চলাকালিন সময়ে দেশের কোন কোন জেলাগুলায় বজ্রপাত এর ভয়াবহতা সবচেয়ে বেশি থাকতেপারে।
সাতক্ষিরা, খুলনা, যশোর, নড়াইল, মাগুরা, ফরিদপুর, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, মেহেরপুর, কুষ্টিয়া, নাটোর, ফরিদপুর, গোপালগঞ্জ, রাজবাড়ী, রাজশাহী, নবাবগঞ্জ, সিরাজগঞ্জ, পাবনা, নওগাঁ, জয়পুরহাট “পঞ্চগড়, ঠাকুরগাঁও, লালমনেরহাট, নিলফামারি, সিলেট, বগুড়া, বাগেরহাট, মানিকগঞ্জ, ঢাকা, গাজীপুর, টাঙ্গাইল, শরিয়তপুর, মুন্সীগঞ্জ, নায়ায়নগঞ্জ, দিনাজপুর ও এর পার্শবর্তী এলাকায় ভয়াবহ বজ্রপাত হতেপারে।
সবচেয়ে কম বজ্রপাত হতেপারে কক্সবাজার, বান্দরবান জেলায়, স্বাভাবিক বজ্রপাত থাকবে ফেনী, চট্টগ্রাম, রাঙ্গামাটি, নোয়াখালি,
আর বাকি জেলায় মাঝারি বজ্রপাত থাকবে।
✔✔ মোটকথা আকাশে বৃষ্টিবাহি মেঘ হলেই ভয়াবহ বজ্রপাত, সুতরাং মেঘ দেখলেই নিরাপদ স্থানে সরে পড়ুন।
কলকাতা মাঝারি বজ্রপাত হতেপারে ও পশ্চিম বাংলার অধিকাংষ এলাকা ভয়াবহ বজ্রপাত এর সম্মুক্ষিন হতেপারে।
✔✔ যাহোক এই বজ্রপাত প্রবাহে দেশে কালবৈশাখি ঝড়ের সম্ভাবনা কম, এবং অধিকাংষ বৃষ্টিবাহি মেঘের অভিমুখ থাকবে উত্তর পশ্চিম হতে দক্ষিন পুর্ব দিকে। এবং একটানা বৃষ্টির সম্ভাবনা কম।
✔✔ বৃষ্টি প্রবাহ চলাকালিন সময়ে বজ্রপাত যে সবসময় হবে এমন না, তবে অধিকাংষ বৃষ্টির সাথেই বজ্রপাত এর সম্ভাবনা থাকবে।
পোস্টি দ্রুত সেয়ার করে সাবাইকে সতর্ক করার জন্য অনুরোধ করছি, হয়তো আপনার সতর্ক করার ওছিলায় বেঁচে যেতেপারে আপনার একজন ভাই বা বোনের প্রান।
✔✔ নোট : প্রাকৃতিক কারনে বজ্রবৃষ্টি প্রবাহ স্পার্কের সময়সূচি পরিবর্তন ও এর তীব্রতা হ্রাস বৃদ্ধি ঘটাতেপারে।
তাই নিয়মিত আমাদের আপডেট ফলো করুন।
অযথা আতঙ্কিত হবেন্না।
আসুন আমরা একটি মাদকমুক্ত বাংলাদেশ গড়ি।
আবহাওয়া সূত্র : বেসরকারি আবহাওয়া সংস্থা যশোর বাংলাদেশ।
Bwot weather bwot.
Update : 30th May at 09:58 pm bst.