মোঃ কামাল হোসেন খান //
বেতাগীতে মালবাহী মাহেন্দ্র থেকে চলন্ত অবস্থায় নামতে গিয়ে ১ আরোহীর মৃত’্য
হয়েছে। রবিবার (৩ মে) সকাল ৮ টায় উপজেলার বেতাগী ফেরীঘাট সড়কের সবুজকানন
মাধ্যমিক বিদ্যালয় এলাকায় এঘটনা ঘটে।
জানা গেছে, উপজেলার বেতাগী পৌর শহরের মুদী দোকানদার মো: আব্দুস সোবাহান
(৫৫) তার গ্রামের বাড়ি কেওড়াবুনিয়া যাওয়ার উদ্দেশ্যে মালবাহী মাহেন্দ্রর আরোহী হয়।
বেতাগী ফেরীঘাট সড়কের সবুজকানন মাধ্যমিক বিদ্যালয় এলাকায় পৌছলে চলন্ত
অবস্থায় সে নামতে গিয়ে গুরুতর আহত হয়। প্রাথমিক পর্যায় তাকে বেতাগী
হাসপাতালে ভর্তি করে। অবস্থা আশঙ্কা জনক দেখে কর্তব্যরত চিকিৎসক দ্রæত উন্নত
চিকিৎসার জন্য বরিশাল শেরই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করে।
হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষনা করে। বেতাগী থানার
অফিসার ইনচার্জ মামুন অর-রশীদ এর সত্যতা নিশ্চিত করেন।