সাইদুল ইসলাম মন্টু
বেতাগীতে ভগ্নি পতির হাতে ১ জন খুন, হামলায় ৩ জন আহত ও গুরুতর ১ জনকে বরিশালে পাঠানো হয়েছে। জমি জমা নিয়ে বিরোধের জের ধরে রবিবার (৩ মে) সকাল ৯ টায় উপজেলার সড়িষামুড়ি ইউনিয়নে ভোড়া কালিকাবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।
জানা গেছে, শ্যালক জাকির হোসেন তার দ্ধুসঢ়;ই ভাই, ছেলেসহ সকালে একই এলাকায়
বিরোধী জমিতে রাখা ট্রাক্টর আনতে গেলে ফেরার পথে আ: জব্বার মৃধার ছেলে ভগ্নি
পতি আলীম মৃধা (৪০), ছত্তার মৃধার ছেলে মো: রাজীব মৃধা (৪১) ও মোর্শেদ আলীর ছেলে
হৃদয় মৃধা (২৫) দেশীয় অস্ত্র রামদা, দাও, ছ্যানা ও চল নিয়ে দল বলসহ তাজিম উদ্দিন
খাসপুকুরের পাড় এলাকায় তাদের উপর অতর্কিত হামলা করে। এসময় চলবিদ্ধ হয়ে
ঘটনাস্থলেই আজিজ মৃধার ছেলে জাকির হোসেন মারা যায় এবং একই বাবার নাছির
মৃধা (৩৫) ও মো: জাহিদ (২০) আহত এবং নিহত জাকির মৃধার ছেলে জ্বিালান (২২) কে
চলবিদ্ধ অবস্থায় সকাল এগারটায় বেতাগী হাসপাতালে ভর্তি করে। জ্বিালানীর অবস্থা
আশঙ্কা জনক হওয়ায় তাকে কর্তব্যরত চিকিৎসক বরিশাল শেরই-বাংলা মেডিকেল কলেজ
হাসপাতালে প্রেরন করে। চিকিৎসক শাকিল তানভীর জানান, তার হাতে ও পেটের ভেতরে
লোহার আংটা অপসারন করা হলেও অবস্থা আশঙ্কাজনক। তাই উন্নত চিকিৎসার জন্য তাকে
বরিশালে পাঠানো হয়েছে।
স্থানীয়রা জানায়, তাদের মধ্যে দীর্ঘদিন ধরে ওয়াক্ধসঢ়;ফাস্টেটের জমি নিয়ে বিরোধ চলে
আসছিল। এর জের ধরে ভগ্নি পতির হাতে প্রান দিতে হলো ৪০ বছর বয়েসী শ্যালক জাকির
হোসেন মৃধা কে। ঘটনার পরপরই খুনী ও তার সহযোগিরা পলাতক রয়েছে। এখনো খুঁজে
পাওয়া যায়নি।
বেতাগী থানার অফিসার ইনচার্জ মামুন অর-রশীদ এর সত্যতা নিশ্চিত করে জানায়, লাশ
ময়না তদন্তের জন্য বরগুনায় প্রেরন করা হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোন
মামলা হয়নি।