স্বপন কুমার ঢালীঃ
বেতাগী উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার, সাবেক উপজেলা অানসার ও ভিডিপি অফিসার একাত্তরের রণাঙ্গানের বীর মুক্তিযোদ্ধা অাব্দুল ওয়াজেদ হাওলাদারকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। এর অাগে শনিরার (১৪ জুলাই) বিকাল সাড়ে ৫ টায় বেতাগী থানা মাঠে মরহুমের জানাজা নামাজ অনুষ্ঠিত হয়।
জানাজার পুর্বে উপজেলা নির্বাহী অফিসার মো: রাজীব অাহসানের উপস্থিতিতে রাষ্ট্রীয় সম্মান জানানো হয়। এ সময় রাষ্ট্রের পক্ষে মরহুমের কফিনে পুস্পার্ঘ অর্পণ করা হয়।
জানাযা নামাযের পূর্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: শাহজাহান কবির, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ও বরগুনা প্রেসক্লাবের সভাপতি মো: অানোয়ার হোসেন মনোয়ার, বেতাগী পৌরসভার মেয়র আলহাজ্ব এবিএম গোলাম কবির ও মরহুমের জ্যেষ্ঠ পুত্র মোঃ জসিম উদ্দিন। জানাজা নামাজ পড়ান উপজেলা পরিষদ জামে মসজিদের ইমাম অাব্দুল হাই নেছারী। জানাযা শেষে মরহুম আব্দুল ওয়াজেদ হাওলাদারকে বেতাগী পৌরসভার ২ নং ওয়ার্ডে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়।
মরহুম আব্দুল ওয়াজেদ হাওলাদার গত শুক্রবার রাত ৮ টা ৪০ মিনিটে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেণ। (ইন্ন……রাজিউন)। তার বয়স হয়েছিল ৭৫ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ পুত্র ও ১ কন্যা’সহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান। পারবারিক সূত্রে জানা যায়, তিনি দীর্ঘদিন যাবত হার্টের সমস্যা ভুগছিলেন। গত কিছুদিন পূর্বে সিএমএইচ হাসপাতালে ওপেন হার্ট সার্জারী হয়। অবশেষে গত শুক্রবার চলে গেলেন না ফেরার দেশে। তিনি সর্বদা সদালাপী, স্পষ্টভাষী ও অন্যায়ের প্রতিবাদী ছিলেন। অন্যায়ের কাছে তিনি কখনও মাথা নত করেনি। আব্দুল ওয়াজেদ হাওলাদার ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে ৯ নং সেক্টরের সাব-সেক্টর বরগুনা জেলার বামনা উপজেলা’র বুকাবুনিয়াতে মুক্তিযোদ্ধা হিসেবে অংশগ্রহণ করেন। মুক্তিযুদ্ধে তার সক্রিয় ভূমিকা ছিল।