মোঃ শাহ আলম রুবেলঃ
বরগুনার বেতাগী উপজেলার বেতাগী ইউনিয়নের বেইলী ব্রীজ বাজারে এক ভয়াবহ অগ্নিকান্ডে তিনটি দোকান সম্পুর্ন ভষ্মিভুত হয়েছে।২০জুলাই শনিবার ভোররাতে বেইলী ব্রীজ বাজারের জাহাঙ্গীরের দোকানে বিদ্যুতের সটসার্কিট এর মাধ্যমে আগুনের সূত্রপাত ঘটেছে বলে প্রতক্ষ দর্শিরা ধারনা করছেন।অগ্নিকান্ডের সূত্রপাত ঘটার মূহুর্তের মধ্যেই পশের দোকান সোহেল ও ছোহরাবের দোকানে আগুন ছরিয়ে পরে এবং তাদের দোকানের মালামাল সহ সম্পুর্ন ঘড় ভস্মিভুত হয়ে দোকানের ফ্রিজ, টি,ভি, মুদি মালামাল ও আসবাব পত্র সহ প্রায় সাত লক্ষ টাকার ক্ষতি সাধিত হয়। আগুন নিয়ন্ত্রনে আনতে বরগুনা ফায়ার সর্বিসে খবর দিলে বরগুনা থেকে ফায়ার সার্বিসের গাড়ী আসার পূর্বে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রনে আনে।বেতাগী উপজেলা চেয়ারম্যান মোঃ শাহজাহান কবির, নির্বাহী অফিসার মোঃরাজিব আহসান, সদর ইউ,পি চেয়ারম্যা মোঃ নজরুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি মোঃ মিজানুর রহমান মজনু ঘটনা স্থান পরিদর্শন করেন।এ সময় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতি গ্রস্থদের সহয়তার আশ্বাস দেয়া হয়।