মোঃ কামাল হোসেন খানঃ
বরগুনা- বেতাগী মহাসড়কের বেতাগী বাসস্টান্ড সংলগ্ন নির্মানাধীন ফায়ার সার্ভিসের সামনে অাজ সকাল ৯টায় বালুবোঝাই মাহেন্দ্রের চাকায় পৃষ্ঠ হয়ে ১ জনের মৃত্যু ও ১ জন অাহত হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও অাহত মোঃ ইউসুব অালী মাস্টার সুত্রে জানাগেছে, সকালে উপজেলার মোকামিয়া মাদ্রাসা বাজার থেকে মোঃ হাবিবুর রহমার (৫৫) ও সে (ইউছুব)ভাড়ায় চালিত মোটরসাইকেল যোগে বেতাগী বাজারের উদ্দেশ্যে রওনা হয়।
মোটরসাইকটি বরগুনা -বেতাগী মহাসড়কের নির্মাণাধীন বেতাগী ফায়ার সার্ভিসের সামনে একটি বালুবোঝাই মাহেন্দ্র কে অতিক্রম কালে এক মানসিক ভারসাম্যহীন(পাগল) মোটরসাইকের সামনে পরলে চালক গাড়ি নিয়ন্ত্রণ করতে গিয়ে পরে যায়। এসময় অারোহী মোঃ হাবিবুর রহমান মুন্সি ছিটকে রাস্তার মধ্যে পরলে মাহেন্দ্র গাড়ির পিছনের চাকায় পৃষ্ঠ হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয়।অন্য অারোহী অবসরপ্রাপ্ত শিক্ষক মোঃ ইউসুব অালী (৬৫)রাস্তার পাসে পরে মাথায় গুরুতর অাঘাতপ্রাপ্ত হয়।সে বেতাগী হাসপাতালে চিকিৎসাধীন অাছেন।
মৃত্যু মোঃ হাবিবুর রহমার মুন্সি মোকামিয়া ইউনিয়নের উত্তর করুনা গ্রামে মৃত্যু অাঃ কাদের মুন্সির ছেলে।
বেতাগী থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মৃত্যুদেহ ও গাড়ি থানায় নিয়ে অাসে। লাশ ময়না তদন্তের জন্য বরগুনা মর্গে পাঠানো হয়েছে। ঘটনায় থানায় মামলার প্রস্ততি চলছে।