বেতাগী নিউজ ডেস্কঃ
বেতাগী পৌরসভা নিবাসী বিশিষ্ট সমাজ সেবক শিক্ষানুরাগী বেতাগী গার্লস এন্ড কলেজ পরিচালনা পরিষদের সাবেক সদস্য পৌর আওয়ামীলীগ সভাপতি বাবুল আক্তার এর বড় ভাই আঃ মালেক সিকদার আজ ১ সেপ্টম্বর সারে ১২ টায় শেষ নিশ্বাস ত্যাগ করেন। ইন্নানিল্লাহি ওয় ইন্না………….রাজেউন। মরহুমের নামাজে জানাজা ২ সেপটেম্বর রবিবার সকাল ৯ ঘটিকায় খারাকান্দা সূলিজগেট বালুর মাঠে অনুষ্ঠিত হবে।