বেতাগী (বরগুনা) সংবাদদাতাঃ “স্বাক্ষরতা অর্জন করি দক্ষ হয়ে জীবন গড়ি” এ প্রতিপাদ্য বিষয় নিয়ে বেতাগী উপজেলা প্রশাসনের উদ্যোগে আজ ৮ সেপ্টেম্বর সকালে শোবাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শোভাযাত্রা পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদের সামনে শেষ হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ রাজীব আহসানের সভাপতিত্বে এ প লক্ষে এক আলোচনা সভা তার সভাকক্ষে অনুষ্ঠিত হয়।আলোচনা সভায় বক্তব্য। রাখেন বীর মুক্তিযোদ্ধা আঃ মোতালেব সিকদার,প্রেসক্লাব সভাপতি মোঃ মিজানুরহমান মজনু, স্কাউট সম্পাদক মোঃ লুৎফর রহমান স্বপন, প্রভাষক মোঃ মাহাতাব উদ্দিন, সহকারি শিক্ষা অফিসার আঃ ছালাম, মডেল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জেছমিন আক্তার। পস্থিত ছিলেন প্রেসক্লাবের সম্পাদক স্বপন কুমার ঢালী, গার্লস প্রাইমারির প্রধান শিক্ষক রুহুল আমীন, বেতার প্রতিনিধি মোঃ আরিফ খান, যুগান্তর প্রতিনিধি মোঃ সফিকুল ইসলাম ইরান।