বেতাগী নিউজ ডেস্ক♦
জাতীয় পার্টি চেয়ারম্যান সাবেক রাস্ট্রপতি আলহাজ্ব হুসেইন মুহাম্মদ এরশাদ এক দিনের সফরে আগামীকাল সোমবার (১২ নভেম্বর) বরগুনার বেতাগীতে আসছেন। মুন গ্রুপের চেয়ারম্যান ও দৈনিক বর্তমান পত্রিকার সম্পাদক আলহাজ্ব মো. মিজানুর রহমান’র আমন্ত্রণে উপজেলা বুড়ামজুমদার ইউনিয়নের গ্রার্মাদ্দন তার গ্রামের বাড়িতে সকালে হেলিকপ্টারযোগে অবতরণ করবেন। সফরকালে তিনি আলহাজ্ব মিজানুর রহমান’র উদ্যোগে আয়োজিত মিলাদ মাহফিল ও দোয়ানুষ্ঠানে অংশ নিবেন।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি ১৪ দলের সাথে জোটের হয়ে নির্বাচন করলে আলহাজ্ব মিজানুর রহমান জাপা মনোনীত জোটের প্রার্থী হতে পারেন। উপজেলা জাতীয় পার্টির সভাপতি মো. নাসির উদ্দিন পিযুষ জানান,’ জাপার চেয়ারম্যানের সফর সফল করার জন্য সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।’