7 March- 2021, 4:57 am ।। ২২শে ফাল্গুন ১৪২৭ বঙ্গাব্দ

বরগুনা-২ আসনের নৌকার মাঝি রিমন কর্মী বৈঠকে ব্যস্ত সময় পাড় করছেন

বেতাগী নিউজ ডেস্ক♦

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের বরগুনা-২ (বেতাগী, বামনা ও পাথরঘাটা) অাসনে অাওয়ামীলীগ মনোনীত নৌকার মাঝি বর্তমান সংসদ সদস্য শওকত হাচানুর রহমান রিমন বেতাগী উপজেলায় সাত ইউনিয়নের বিভিন্ন স্থানে কর্মী বৈঠক, সরকারের নানা উন্নয়নের অালোচনা করে ব্যস্ত সময় পাড় করছেন।

রবিবার (০৯ ডিসেম্বর) বেতাগী সদর ইউনিয়নের গ্রেদলক্ষীপুরা এলাকায় এক কর্মী বৈঠকে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাংসদ শওকত হাচানুর রহমান রিমন। এতে অারও বক্তব্য রাখেন বেতাগী উপজেলা অাওয়ামীলীগের সভাপতি এবিএম গোলাম কবির,সাধারন সম্পাদক মোঃ মাকসুদুর রহমান ফোরকান, যুগ্ম সম্পাদক মোঃ খলিলুর রহমান, সাংগঠনিক সম্পাদক ওসদর ইউপি চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম, সদর ইউনিয়ন সভাপতি মোঃ লুৎফর রহমান স্বপন, সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ হুমায়ুন কবির খলিফা প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা অাওয়ামীলীগ,ইউনিয়ন ও যুবলীগ- ছাত্রলীগের নেতা কর্মী।

Sharing. . . .
More News Of This Category


সংবাদ শিরোনামঃ
  Icone বেতাগীতে মেসার্স হুমায়ুন ষ্টোর সম্প্রসারণ উপলক্ষে দোয়া মোনাজাত  Icone বেতাগীতে ফাইলেরিয়া রোগের উপর প্রশিক্ষণ  Icone বেতাগীতে সন্ত্রাস-মাদকবিরোধী বিট পুলিশিং সমাবেশ  Icone বেতাগী খাদ্যের নিরাপদতা শীর্ষক সেমিনার  Icone বেতাগীতে মুজিববর্ষে ১২ জন গৃহহীন পেলেন শেখ হাসিনার উপহার ঘর  Icone বেতাগীতে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত  Icone বেতাগী নাজেম আলী স্মৃতি ফাউন্ডেশনে পৌরসভার নয়া মেয়র ও কাউন্সিলরদের সংবধর্না  Icone বাংলাদেশ কমার্শিয়াল প্রকিউরমেন্ট ও সাপ্লাই-চেইন প্রফেশনালসে বার্ষিক ফ্যামিলি পিকনিক  Icone বেতাগীতে কৃষক মাঠ দিবস উদযাপন ও উন্নত জাতের বীজ বিতরণ  Icone বেতাগীতে কিশোরীদের স্যানিটারি প্যাড বিতরণ ও উদ্বুদ্ধকরণ সভা