লিপিকা মন্ডল অর্পিতা♦
বরগুনা-২ আসনের নৌকার প্রার্থী শওকত হাচানুর রহমান রিমনের পক্ষে প্রচারনায় নামলেন উপজেলার শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ। আজ (১৯ ডিসেম্বর) বিকাল ৪ টায় রিক্সা শ্রমিক ইউনিয়নের সভাপতি মো.নাসির উদ্দিন ও সাধারন সম্পাদক মো.শওকত হোসেনের নেতৃত্বে ৫ শতাধিক রিক্সা শ্রমিক রিক্সা নিয়ে নৌকার প্রচারনায় নামলেন। এ সময় নৌকায় ভোট দিন এ শ্লোগানে মুখরিত হয়ে উঠে পুরো বেতাগীর জনপদ। হাত নাড়িয়ে সড়কের দু’পাশের জনতা অভিবাদন জানান। আর সকলেই বলেন এটা একটা ব্যতিক্রমধর্মী প্রচারনা। এবিষয় শ্রমিক ইউনিয়নের সভাপতি নাসির উদ্দিন বলেন,’আমরা উন্নয়ন চাই, আওয়ামী লীগের গত ১০ বছরে যে উন্নয়ন হয়েছে তা ধরে রাখার জন্য সকল শ্রমিকরা ঐক্যবদ্ধভাবে নৌকার প্রচারনায় নেমেছি।’ শ্রমিকরা বেতাগীর প্রধান সড়কগুলো প্রর্দক্ষিন করেন।