স্বপন কুমার ঢালী♦
বেতাগী সরকারি কলেজের শেখ হাসিনা ছাত্রী নিবাসের
নির্ধারিত প্রভাবশালীদের তৈরি করা অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার (৩ জানুয়ারি) বেলা ১১ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রাজীব আহসানের নির্দেশনায় এ অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। উল্লেখ্য যে, গত ৩০ ডিসেম্বর নির্বাচনের ব্যবস্তার সময় স্থানীয় বাসিন্দা বাংলাদেশ কৃষি ব্যাংক হোসনাবাদ শাখার সাবেক ব্যবস্থাপক মো.ফেরদাউস হোসেন মন্টু মিয়া অবৈধভাবে নিজের জমির সাথে কলেজের ছাত্রী নিবাসের জমি যোগ করে এক রাতের মধ্যে শ্রমিক নিয়ে অবৈধ স্থাপনা তৈরি করেন। এ বিষয় কলেজের অধ্যক্ষ মো. নূরুল আমীন বলেন,’ বেতাগী মৌজার ১১৮৮ খতিয়ানের শূণ্য দশমিক ১২ একর জমির উপর শেখ হাসিনা ছাত্রী নিবাসের নির্মান কাজ শুরু হলেও নানা জটিলতার কারনে হয়নি। তখন থেকেই ওই জমির পাশের মালিক মো. ফেরদাউস হোসেন মন্টু মিয়া অবৈধ দখলের চেষ্টা করে আসছিল।’