মো. জুয়েল রানা♦
বাংলাদেশ বেতারের পরিচালক অর্থ ও প্রশাসন যুগ্ম সচিব রেজাউল করিম খানের মা অজিবুন্নেছার দ্বিতীয় মৃত্যু বার্ষিকী অনুষ্ঠিত। এ উপলক্ষে আজ ২০ জানুয়ারী জোহর বাদ মরহুমার নিজ বাড়ীতে (রানিপুর গ্রামের খান বাড়ী)মিলাদ ও দোয়া অনুন্ষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন মরহুমার বড় পুত্র অতিরিক্ত সচিব মোঃ রেজাউল করিম খান, বেতাগী থানার ও,সি, তদন্ত মোঃ নজরুল ইসলাম, প্রেসত্লাব সভাপতি মোঃ মিজানুর রহমান মজনু, সাবেক সম্পাদক মোঃ সাইদুল ইসলাম মন্টু, দোয়া মোনাজাত পরিচালনা করেন মাওলানা নুরুল ইসলাম আমিনী।