মোঃ কামাল হোসেন খান♦
বেতাগীতে ব্যাপক আয়োজনের মধ্যে দিয়ে দৈনিক যুগান্তরের ২০ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার সকাল ১০টায় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে একটি বর্নাঢ্য র্যালি বের হয়ে উপজেলার সদর রোড এলাকা প্রদক্ষিণ করে । বেলা ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংক্ষিপ্ত আলোচনা ও কেক কাটার আয়োজন করা হয়।
এর প‚র্বে দৈনিক যুগান্তর’র উপজেলা প্রতিনিধি মো.শফিকুল ইসলাম ইরান এর সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনায় উপস্থিত ছিলেন-বেতাগী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.রাজিব আহসান,বেতাগী থানার অফিসার ইনচার্জ(তদন্ত) মো. নজরুল ইসলাম,মহিলা ভাইস চেয়ারম্যান অধ্যাপিকা আমিনা বেগম,বেতাগী প্রেসক্লাবের সভাপতি মো.মিজানুর রহমান মজনু ও উপজেলা যুবলীগের সভাপতি প্রভাষক জহিরুল ইসলাম লিটন প্রমুখ।
এসময় বক্তারা বলেন, ‘বাংলাদেশের জনপ্রিয় পত্রিকা যুগান্তর। এর খ্যাতি রয়েছে সারা বিশ্বেও। যুগান্তর তার তথ্যবহুল লেখনির মাধ্যমে আরো সামনের দিকে এগিয়ে যাবে বলে আমাদের আশা। আলোচনা শেষে কেক কাটা হয় এবং উদযাপন করা হয় দৈনিক যুগান্তরের ২০ তম প্রতিষ্ঠাবার্ষিকী।