মোঃ মিজানুর রহমান মজনু♥
বরগুনার বেতাগীতে রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক)এর প্রবীন কল্যান কর্মসূচির উদ্যোগে গোপালগঞ্জ শেখ ফজিলাতুনেছা মুজিব চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ প্রতিষ্ঠানের কারিগরি সহায়তায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানী অপারেশনের লক্ষে এক বিশেষ চিকিৎসা ক্যাম্পের অায়োজন করা হয়েছে।
বুধবার (১৩ ফেব্রুয়ারি) বেতাগী সরকারি কলেজ প্রাঙ্গণে সকাল ৯ টা থেকে বিকাল সাড়ে চারটা পর্যন্ত চক্ষুর বিভিন্ন বিষয়ে ৫৬০ জন রোগীর চক্ষু পরীক্ষা ও প্রয়োজনীয় ঔষধ প্রদান করা হয়। এদের মধ্য থেকে ৭৩ জন রোগীকে চশমা প্রদান ও ৪৩ জন রোগীকে ছানী অপারেশনের জন্য রিকের নিজেস্ব ব্যবস্থাপনায় অত্র চক্ষু হাসপাতালে পাঠানো হয়।
এতে চিকিৎসা প্রদান করেন শেখ ফজিলাতুননেছা মুজিব চক্ষু হাসপাতালের পরিচারক অধ্যাপক ডাঃ মোঃ সাইফুদ্দিন অাহমেদ পিন্টু, ডাঃ মোঃ মোয়াজ্জেম হোসেন, সমন্বয়কারী দিপক সরকার।
উপস্থিত ছিলেন, রিক এনজিওর সহকারী মহা ব্যবস্থাপক ফেরদৌসি বেগম, মোঃ নাসির উদ্দিন, প্রবীন কর্মসূচির সমন্বয়কারী মোঃ ফারুক রহমান এরিয়া ব্যবস্থাপক মোঃ মাহাবুবুর রহমান, শাখা ব্যবস্থাপক মোঃ রাকিবুল হাসান। বেতাগী থানার ওসি মোঃ কামরুজ্জামান মিয়া,বেতাগী প্রেসক্লাবের সভাপতি মোঃ মিজানুর রহমান মজনু।