বেতাগী নিউজ ডেস্ক♦
বরগুনার বেতাগীতে অবধূত সংঘের উদ্যোগে শুভ মাঘী উপলক্ষে ৫ দিন ব্যাপী গুরুনাম সংকির্ত্তন,গীতাপাঠ ,ধর্মালোচনা, গুরুপূজা ও মহোৎসবের আয়োজন করা হয়েছে । এ উপলক্ষে আজ সোমবার (১৮ ফেব্রুয়ারি) বিকালে অবধূত সংঘের বেতাগী কেন্দ্রিয় আশ্রম থেকে মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। মঙ্গল শোভাযাত্রাটি পৌরশহরের প্রধান সড়কগুলো প্রর্দক্ষিণ করে অবধূত আশ্রম প্রাঙ্গনে এসে সমাপ্ত হয়।
এ সময় উপস্থিত ছিলেন পৌরসভার মেয়র আলহাজ্ব এবিএম গোলাম কবির, পূজা উদযাপন কমিটির সভাপতি পরেশ কর্মকার, বেতাগী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মনোরঞ্জন বড়াল,বেতাগী প্রেসক্লাবের সভাপতি মো. মিজানুর রহমান মজনু, সাবেক প্যানেল মেয়র দিপক দাস, প্যানেল মেয়র বরুণ কৃষ্ণ কর্মকার, সাবেক কাউন্সিলর সুমন গুহসহ গুরুভাই বোন ও অন্যান্য ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন।