বেতাগী নিউজ ডেস্ক♦
গত ১৩/০২/২০১৯ খ্রিঃ তারিখ সিটিজেনভয়েজটোয়ান্টিফোরডট.কম (citizenvoice24.com) ‘বেতাগীর বুদ্ধিপ্রতিবন্ধী সামসুল আলমের কান্ড! মোবাইল ফোনে ভূয়া সচিব পরিচয়ে ভোগান্তিতে চাকুরিজীবিরা’ এবং ওই একই শিরোনামে বরগুনার বামনা উপজেলা থেকে প্রকাশিত দৈনিক সাগরকুল পত্রিকায় গত ১৭/০২/২০১৯ খ্রিঃ তারিখ যে সংবাদ পরিবেশন করা হয়েছে তাহার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সংবাদের ভুক্তভোগী এ কে এম সামসুল আলম এবং তার ছোট ভাই মোঃ সোহেল। সামসুল আলমের ছোট ভাই মো.সোহেল বলেন,’ আমার ভাই আলম কারো কাছ থেকে টাকা পয়সা নেন নাই। বরং যারা সাংবাদিকদের কাছে এধরনের অভিযোগ করেছেন তারা ভুল তথ্য দিয়ে দিয়েছেন। তাদের আমি নিন্দা জানাই। ভবিষ্যতে এ ধরনের কর্মকান্ড থেকে বিরত থাকার জন্য অনুরোধ জানাই।’
এ কে এম সামসুল আলম
পিতা মৃত জয়নাল আবেদীন
ও
মোঃ সোহেল
পিতা মৃত জয়নাল আবেদীন
৫ নং ওয়ার্ড, বেতাগী পৌরসভা।
বেতাগী, বরগুনা।