শাহ আলম রুবেল, বেতাগী (বরগুনা) প্রতিনিধিঃ
প্রাণঘাতী করোনার প্রভাবে বরগুনার বেতাগীতে ঘরবন্দি মানুষের দিন কাটছে আতঙ্ক আর উৎকণ্ঠায়। এমন সময়ে গৃহবন্দি কেউ যাতে না খেয়ে না থাকে, সেই লক্ষে অসহায় কর্মহীন পরিবারের সহযোগিতায় এগিয়ে এসেছেন বেতাগী পৌর আওয়ামী লীগের যুগ্ম-সাধারন সম্পাদক ও ৭নং ওয়ার্ডের সাধারন সম্পাদক এস.বি.এম জিয়াউর রহমান জুয়েল।
গতকাল ৭ এপ্রিল মঙ্গলবার সন্ধ্যায় পৌর সভার যুবসমাজকে সাথে নিয়ে নিরাপদ দুরত্ব বজায় রেখে ব্যাক্তিগত উদ্যোগে পৌর সভার ৭নং ওয়ার্ডের দুই শত পরিবারের মধ্যে এ খাদ্য সহায়তা প্রদান করেন। খাদ্য সামগ্রীর মধ্যে ছিল আটা, আলু, বিস্কুট, সাবান। এসব খাদ্য সামগ্রী তিনি ভ্যান গাড়ীতে করে সকলের বাসায় বাসায় গিয়ে পৌঁছে দেন।
এ বিষয়ে পৌর আওয়ামী লীগ নেতা এস.বি.এম জিয়াউর রহমান জুয়েল বলেন, মমতাময়ী মা প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহবানে সারা দিয়ে অসহায় কর্মহীন পরিবারের সহযোগিতায় এগিয়ে এসেছি। প্রত্যেকে নিজ নিজ অবস্থান থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দিলে আমরা এ দূর্যোগ মোকাবিলায় সরকারকে সহযোগিতা করতে পারবো।