হৃদয় হোসেন মুন্না, বেতাগী (বরগুনা) প্রতিনিধিঃ
করোনা ভাইরাসের সংক্রমন এড়াতে বরগুনার বেতাগী উপজেলার গুরুত্বপূর্ন তিনটি প্রবেশদ্বারে চেক পোষ্ট বসিয়েছে বেতাগী থানা পুলিশ।
অপ্রয়োজনে রাস্তায় ঘোরা ফেরা না করা, মানুষদের বাড়ির বাহিরে আসতে নিষেধ করা এবং সামাজিক দূরত্ব¡ বজায় রেখে প্রয়োজনীয় কেনাকাটা করার জন্য উপজেলার বিভিন্ন স্থানে লিফলেটসহ মাইকিংও করছেন তারা।
জানা যায়, বরগুনা পুলিশ সুপারের নির্দেশে বেতাগী থানার অফিসার ইনচার্জ কাজী সাখাওয়াত হোসেন তপু গত তিন দিন যাবৎ উপজেলার প্রবেশদ্বার নিয়ামতি, আমড়াগাছিয়া, এবং চান্দখালীতে এই চেক পোষ্ট বসিয়েছেন। প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত চেক পোষ্ট বসিয়ে অপ্রয়োজনে রাস্তায় ঘোরাফেরা করা মানুষদের বাড়িতে ফিরিয়ে যাওয়ার নির্দেশ দেয়া হচ্ছে।
বেতাগী থানার অফিসার ইনচার্জ কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন, করোনা ভাইরাস প্রতিরোধে মানুষকে ঘরে থাকতে বলা হলেও তারা অনেকেই মানছেনা। বাহিরের কোন লোক অপ্রয়োজনে যেন উপজেলায় ঢুকতে বা প্রয়োজন ছাড়া যাতে কেউ বেরোতে না পারে সেই জন্য উপজেলার গুরুত্বপূর্ন তিনটি প্রবেশদ্বারে চেক পোষ্ট বসানো হয়েছে। কেউ অযথা ঘরের বাহিরে আসলে তাদের ফিরিয়ে দিয়ে সতর্ক করা হচ্ছে। এর পরেও না মানলে প্রয়োজনীয় ব্যাবস্থা নেয় হবে।