অলি আহমেদ বেতাগী (বরগুনা) প্রতিনিধি বিশ্বব্যাপী মহামারি করোনা ভাইরাসের প্রাদুর্ভাব কমাতে বরগুনার বেতাগীতে গ্রাম মহল্লার হাট-বাজারে সামাজিক দুরত্ব নিশ্চিতকরণ, জীবাণুনাশ স্প্রে, সচেতনতার মাইকিং,প্রবাসী-ঢাকা-নারায়নগঞ্জ ফেরতের হোম কোয়ারেন্টাইন নিশ্চিতকরণ অভিযান ও ত্রাণ বিতরণ কাজে বিরামহীনভাবে বিরতিহীনভাবে কাজ করে যাচ্ছে উপজেলা আনসার ও ভিডিপি করোনা প্রতিরোধ টিম। নেই জিবনের ঝুকিঁ রোধক পোষাক, বেতন-ভাতা কিছুই নাই স্বেচ্ছায় মানবতার কল্যাণ পাগল এ টিমের সদস্যরা।
১৮ মার্চ টিমের কার্যাক্রম শুরু করে বিরাম নেই এক মুহুর্ত। গ্রামের হাট-বাজারের দোকানের সামনে মানুষের ভিড় এড়াতে তিনফিট দুরত্বে রং দিয়ে চিহৃ এঁকে উপজেলায় বব্যাপক প্রশংসিত এরা।
উপজেলা করোনা প্রতিরোধ আনসার ও ভিডিপি টিমের সদস্যরা হলো বেতাগী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড দলনেতা সুকদেব হাওলাদার , ৬ নম্বর ওয়ার্ড দলনেতা অলি আহমেদ,সদর ইউনিয়নের মোঃ কামরুজ্জামান টিটু,৫নম্বর ওয়ার্ড দলনেতা সুধাম হাওলাদার,৭নম্বর ওয়ার্ড দলনেতা আবু বকর,৪ নম্বর ওয়ার্ড দলনেতা ফণি ভূষণ হাওলাদারসহ ১৩ সদস্যদের টিম। এছাড়াও জরুরী প্রয়োজনে অর্থ শতাধিক আনসার ও ভিডিপি ‘র কমান্ডার, দলনেতা ও সদস্যরা কাজ করে। ।
বেতাগী উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোঃ সুমন হাওলাদার জানিয়েছে,আমাদের জেলা কমান্ডেন্ট এর নিদের্শনায় সচেতনতার কর্মসূচি অব্যাহত আছে। এছাড়াও কোন সেবাদান প্রতিষ্ঠান ডাকলে সহায়তা আমরা সেবা দিতে তৈরি আছি।