মোঃ মিজানুর রহমান মজনু, বেতাগী (বরগুনা) সংবাদদাতাঃ করোনা সন্দেহে রোগীর নমুনা সংগ্রহ ও চিকিৎসায় বেতাগী উপজেলা পরিষদের পক্ষ থেকে বেতাগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার ও স্বাস্থ্য কর্মীদের সুরক্ষার জন্য পি.পি,ই, হান্ড গালভস্, সার্জিকাল মার্কস ও হ্যান্ড সেনিটাইজার প্রদান করা হয়।
আজ সোমবার ১৩ এপ্রিল দুপুরে উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা তেন মং এর কাছে এসব সামগ্রী প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ রাজীব আহসান ও ভাইস চেয়ারম্যান মোঃ আমিরুল ইসলাম পিন্টু।
এ সময় উপস্থিত ছিলেন ও বেতাগী থানার ওসি কাজী সাখাওয়াত হোসেন তপু, উপজেলা কৃষি অফিসার মোঃ ইকবল হোসেন, নির্বাচন অফিসার কাজী সহীদুল ইসলাম, পি.আই.ও জি.এম অলি উল্লাহ ও প্রেসক্লাব সভাপতি মোঃ মিজানুর রহমান মজনু।