হৃদয় হোসেন মুন্না,বেতাগী (বরগুনা) প্রতিনিধি
বরগুনার বেতাগীতে করোনাভাইরাসে আক্রান্ত প্রথম এক রোগীর মৃত্যু হয়েছে। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টায় তিনি মারা যান।
মৃত ব্যক্তির বয়স ৭২ বছর। তিনি বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে করোনা ওয়ার্ডে ভর্তি ছিলেন। তার বাড়ি উপজেলার বিবিচিনি ইউনিয়নের ফুলতলা গ্রামে।
বরগুনার জেলা প্রশাসক মো. মোস্তাইন বিল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন।
ওই রোগীর মৃত্যুর পর তার বাড়ি সহ আশপাশের ১৪টি বাড়ি লকডাউন করেছে উপজেলা প্রসাশন।
হাসপাতাল সূত্র জানায়- বেতাগী উপজেলার বাসিন্দা সত্তরোর্ধ্ব বৃদ্ধ বৃহস্পতিবার দুপুরে শেবাচিমের করোনা ওয়ার্ডে শ্বাসকষ্ট ও বুকের ব্যাথা নিয়ে ভর্তি হয়েছিলেন। রাতেই তার নমুনা সংগ্রহ করে হাসপাতাল কর্তৃপক্ষ। কিন্তু সেই নমুনা পরীক্ষার রিপোর্ট হাতে আসার আগেই বৃদ্ধ শুক্রবার সন্ধ্যার দিকে মারা গেছেন। পরে রাতে রিপোর্ট করোনা পজিটিভ আসলে তিনি যে করোনা আক্রান্ত ছিলেন সেটি নিশ্চিত হয়।