হৃদয় হোসেন মুন্না, (বেতাগী (বরগুনা) প্রতিনিধিঃ
বরগুনার বেতাগীতে টিসিবির পণ্য বিক্রির সময় মাপে কম দেওয়ার অপরাধের একজনকে জরিমানা করা হয়।
আজ সোমবার (২০ এপ্রিল) দুপুরে বেতাগী উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রাজীব আহসান মোবাইল কোর্ট পরিচালনা করে টিসিবি’র পণ্য বিক্রির সময় পরিমাণে কম দেওয়ার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর আওতায় টিসিবি ডিলার অনারারি ক্যাপ্টেন সেলিম’কে দশ হাজার টাকা জরিমানা করেন।
জানা যায়, চলমান করোনা পরিস্থিতিতে উপজেলা প্রশাসন বিভিন্ন বাজার মনিটরিং করে যাচ্ছেন। তারই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দুপুরে ইউএনও মো. রাজীব আহসান মোকামিয়া বাজারে এ অভিযান চালায়। এসময় নৌবাহিনীর সদস্য, পুলিশ সদস্য ছাড়াও আরও উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সভাপতি মোঃ মিজানুর রহমান মজনু।