3 March- 2021, 2:28 pm ।। ১৮ই ফাল্গুন ১৪২৭ বঙ্গাব্দ

বেতাগীতে আরও একজনের শরীরের করোনা শনাক্ত

হৃদয় হোসেন মুন্না, বেতাগী (বরগুনা) প্রতিনিধিঃ

বরগুনার বেতাগী উপজেলাধীন পৌরসভার ১নং ওয়ার্ডে নতুন করে একজনের শরীরে করোনা ভাইরাসের সংক্রমণ সনাক্ত হয়েছে। এ নিয়ে উপজেলায় এ পর্যন্ত ২ জনের শরীরে করোনা ভাইরাসের সংক্রমণ পাওয়া গেল। তার ভিতরে গত শুক্রবার প্রথম আক্রান্ত ব্যক্তি মৃত্যুবরণ করেন।

আজ মঙ্গলবার বেতাগী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাজীব আহসান ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তেং মং বিষয়টি নিশ্চিত করেছেন। ইতোমধ্যে উপজেলা প্রশাসন তার বাড়িটি লকডাউন করেছেন। এর আগে ১১ এপ্রিল তিনি শ্বাসকষ্ট ও এজমা জনিত সমস্যা নিয়ে বেতাগী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন।

বেতাগী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তেং মং জানান, গত ১৭ এপ্রিল আক্রান্ত রোগীর নমুনা সংগ্রহ করে ঢাকা আইইডিসিআর-এ  পরীক্ষার জন্য প্রেরণ করা হয়। আজ তার পরীক্ষার ফলাফল পজিটিভ এসেছে। 

নতুন করোনা আক্রান্ত রোগী গত ছয়দিন যাবৎ হাসপাতালে ভর্তি থাকায় সংশ্লিষ্ট সকলে কোয়ারেন্টাইনে যাবেন কিনা এমন প্রশ্নের উত্তরে ড. তেং মং জানান এখনো পর্যন্ত উর্ধতন কর্তৃপক্ষের কোন নির্দেশনা পাই নি। নির্দেশনা পেলে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

Sharing. . . .
More News Of This Category


সংবাদ শিরোনামঃ
  Icone বেতাগীতে মেসার্স হুমায়ুন ষ্টোর সম্প্রসারণ উপলক্ষে দোয়া মোনাজাত  Icone বেতাগীতে ফাইলেরিয়া রোগের উপর প্রশিক্ষণ  Icone বেতাগীতে সন্ত্রাস-মাদকবিরোধী বিট পুলিশিং সমাবেশ  Icone বেতাগী খাদ্যের নিরাপদতা শীর্ষক সেমিনার  Icone বেতাগীতে মুজিববর্ষে ১২ জন গৃহহীন পেলেন শেখ হাসিনার উপহার ঘর  Icone বেতাগীতে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত  Icone বেতাগী নাজেম আলী স্মৃতি ফাউন্ডেশনে পৌরসভার নয়া মেয়র ও কাউন্সিলরদের সংবধর্না  Icone বাংলাদেশ কমার্শিয়াল প্রকিউরমেন্ট ও সাপ্লাই-চেইন প্রফেশনালসে বার্ষিক ফ্যামিলি পিকনিক  Icone বেতাগীতে কৃষক মাঠ দিবস উদযাপন ও উন্নত জাতের বীজ বিতরণ  Icone বেতাগীতে কিশোরীদের স্যানিটারি প্যাড বিতরণ ও উদ্বুদ্ধকরণ সভা