24 February- 2021, 11:17 pm ।। ১২ই ফাল্গুন ১৪২৭ বঙ্গাব্দ

বেতাগীতে হঠাৎ ডায়েরিয়ার প্রকোপ: একজনের মৃত্যু

হৃদয় হোসেন মুন্না, বেতাগী (বরগুনা) প্রতিনিধিঃ

বরগুনার বেতাগী উপজেলার দেড় লক্ষাধিক মানুষের চিকিৎসার একটি বড় কেন্দ্র বেতাগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। ৫০ শয্যার এই হাসপাতালে স¤প্রতি একজন মেডিকেল অফিসার করোনা পজিটিভ হওয়ায় আতঙ্ক ছড়িয়ে পরে পুরো উপজেলা জুড়ে। করোনা ভাইরাসের সংক্রমণ আতঙ্কে অনেকেই যখন হাসপাতাল বিমুখ ঠিক তখনই করোনার প্রাদুর্ভাবের মধ্যে হঠাৎ শুরু হয়েছে ডায়েরিয়ার প্রকোপ। করোনার ভিতর ডায়েরিয়া রোগীর সেবা দিতে হিমশিম খাচ্ছে কর্তব্যরত চিকিৎসকরা ।

বেতাগী স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, গত এক সপ্তাহে মোট ৮২ জন ডায়রিয়া রোগী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন। চিকিৎসায় ৫৪ সুস্থ হয়ে বাড়ি ফিরলেও বর্তমানে ভর্তি আছেন ২৮ জন। গড়ে প্রতিদিন প্রায় ১৫-২০ জন রোগী ডায়েরিয়া নিয়ে ভর্তি হচ্ছেন হাসপাতালে। এদের মধ্যে অধিকাংশই নারী ও শিশু। হাসপাতালে খাবার স্যালাইনের সংকট না থাকলেও কলেরা স্যালাইনের সংকট রয়েছে বলে জানান কর্তব্যরত চিকিৎসকরা ।

এদিকে গত ২৬ এপ্রিল বেতাগী উপজেলার সদর ইউনিয়নের ছোট কেওড়াবুনিয়া গ্রামের আঃ আজিজ এর স্ত্রী সকাল ৭টায় ডায়েরিয়ায় আক্রান্ত হয়ে মারা যায়। তিনি আগের দিন ২৫ তারিখ ডায়েরিয়ায় আক্রান্ত হলে পাশের কমনিটি ক্লিনিক থেকে খাবার সেলাইন নিয়ে খাওয়াওন তার স্বামী। গভীর রাতে প্রকোপ বৃদ্ধি পেলেও কোন গাড়ী না থাকায় হাসপাতালে না নিতে পাড়ায় বিনা চিকিৎসায় মারা যান তিনি।

ভুক্তিভোগী কয়েকজন জানান, সরকারি হাসপাতালে মানুষ আসে বিনা পয়সায় চিকিৎসা নিতে। এখানে অন্য কোন ওষুধ পাওয়া না গেলেও কলেরা স্যালাইন আর খাবার স্যালাইনটি পাওয়া যেতো। এখন আর সেটিও না পাওয়া ডায়রিয়া আক্রান্ত হয়ে ভর্তি রোগীরা চরম দুর্ভোগে পড়েছেন। সামর্থবানরা অনেকেই স্বাস্থ্য কমপ্লেক্স ছেড়ে ভর্তি হচ্ছেন বিভিন্ন ক্লিনিকে।

বেতাগী স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ড. তেন মং জানান, ঋতু পরিবর্তনের ফলে গত কয়েকদিন ধরে লোকজন ডাইরিয়া ও পেটের পীড়াজনিত রোগে আক্রান্ত হচ্ছে। খাবার স্যালইনের সংকট না থাকলেও কলেরা স্যালাইনের সংকট ছিল। তবে সে সংকট অন্য উপায়ে সমাধান করা হয়েছে।

Sharing. . . .
More News Of This Category


সংবাদ শিরোনামঃ
  Icone বেতাগীতে সন্ত্রাস-মাদকবিরোধী বিট পুলিশিং সমাবেশ  Icone বেতাগী খাদ্যের নিরাপদতা শীর্ষক সেমিনার  Icone বেতাগীতে মুজিববর্ষে ১২ জন গৃহহীন পেলেন শেখ হাসিনার উপহার ঘর  Icone বেতাগীতে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত  Icone বেতাগী নাজেম আলী স্মৃতি ফাউন্ডেশনে পৌরসভার নয়া মেয়র ও কাউন্সিলরদের সংবধর্না  Icone বাংলাদেশ কমার্শিয়াল প্রকিউরমেন্ট ও সাপ্লাই-চেইন প্রফেশনালসে বার্ষিক ফ্যামিলি পিকনিক  Icone বেতাগীতে কৃষক মাঠ দিবস উদযাপন ও উন্নত জাতের বীজ বিতরণ  Icone বেতাগীতে কিশোরীদের স্যানিটারি প্যাড বিতরণ ও উদ্বুদ্ধকরণ সভা  Icone বেতাগীতে সড়ক ও বসতবাড়ি আঙিনায় বৃক্ষ সংরক্ষণ ক্যাম্পেইন  Icone বেতাগী পৌর নির্বাচন: সংঘর্ষের জেরে একজনকে মাথা ফাটিয়ে আহত