হৃদয় হোসেন মুন্না, বেতাগী::
বরগুনার বেতাগীতে বজ্রপাতে সুলতান খাঁন (৫৫) নামের একজনের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার সড়িষামুড়ি ইউনিয়নের ভোরা গ্রামের পাশের বিলের মাঝে এ ঘটনা ঘটে।
নিহত সুলতান খাঁন বেতাগী উপজেলার সড়িষামুড়ি ইউনিয়নের ভোরা গ্রামের বশির খাঁনের ছেলে।
স্থানীয় সুত্রে জানা যায়, আজ বৃহস্পতিবার দুপুরে হঠা বৃষ্টি শুরু হলে সুলতান বাড়ির পাশের বিলে গরু আনার জন্য যায়। এসময় দুপুর সাড়ে এগারতার টার দিকে বৃষ্টিসহ বজ্রপাত সুলতানের শরীরে পড়লে সে ঘটনাস্থলেই মারা যায়।
বেতাগী স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য পরিদর্শক মনির হোসেন বজ্রপাতে সুলতান খাঁনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন