কোয়ারেইন্টালে থাকা বেতাগীর স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তার ড. তেন মং এর করোনা টেস্ট রিপোর্ট নেগেটিভ এসেছে।
বরগুনার সিভিল সার্জন ডা. হুমায়ুন শাহিন খান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, আজ বরগুনা জেলার ২২টি নমুনার রিপোর্ট এসেছে এর মধ্যে ১টি পজেটিভ ২১টি নেগেটিভ। এর ভিতর কোয়ারেইন্টালে থাকা বেতাগীর স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তার ড. তেন মং এর করোনা টেস্ট রিপোর্ট নেগেটিব ।
উল্লেখ্য উপজেলায় এ পর্যন্তও মোট তিনজনের শরীরে করোনা ভাইরসের সংক্রমণ পাওয়া গেছে। যার ভিতর গত ১৭ এপ্রিল প্রথম রোগী মৃত্যুবরণ করেন।