অলি আহমেদ :
বেতাগীতে সাংবাদিকদের ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম পিপিই বিতরণ করেছেন বেতাগীর কৃতি সন্তান বাংলাদেশ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা ও আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য আমিনুল ইসলাম শিপন।এছাড়াও অসহায় ও দুঃস্থ ৫ শত পরিবারে ত্রাণ বিতরণ করেন।
মহামারী করোনায় সবাই যখন সুরক্ষার জন্য বাসা বাড়িতে, তথ্য পাওয়ার অধিকার নিশ্চিত করতে জিবনের ঝুকিঁ নিয়ে সংবাদকর্মীরা তখন বাহিরে থাকে নিজেদের দায়িত্ববোধের জায়গা থেকে।
বেতাগী জনপদের সংবাদকর্মীদের ব্যক্তিগত সুরক্ষার বিষয়টা প্রশাসন, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিদের যখন নজরে আসেনি। ঢাকা থেকে পাঠিয়েছেন বেতাগীর কৃতি সন্তান বাংলাদেশ ছাত্রলীগ, কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাবেক সহ-সম্পাদক ও বংলাদেশ আওয়ামীলীগের
অর্থ ও পরিকল্পনা,কেন্দ্রীয় উপ কমিটির সদস্য মোঃ আমিনুল ইসলাম শিপন বেতাগী প্রেসক্লাবের ১৭ জন সংবাদকর্মী ও বেতাগী থানা পুলিশকে ২০ টি ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম পিপিই।
আজ (০৫ মে) বেলা ১১ টায় বেতাগী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে বেতাগী প্রেসক্লাব সভাপতি মোঃ মিজানুর রহমান মজনু আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন বেতাগী উপজেলা পরিষদের চেয়ারম্যান মাকসুদুর রহমান ফোরকান, উপজেলা নির্বাহী অফিসার রাজিব আহসান, উপজেলা যুবলীগের সভাপতি জহিরুল ইসলাম লিটন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক স্বপন কুমার ঢালীসহ ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
সাংবাদিকদের ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম পিপিই পেয়ে প্রেসক্লাবের সভাপতি মিজানুর রহমান মজনু জানান, মারামারি করোনার মধ্যে জীবনের ঝুঁকি নিয়ে সংবাদ কর্মীরা নিজেদের দায়িত্ববোধ থেকে কাজ করে যাচ্ছে। এ সংবাদকর্মীদের সুরক্ষা কথা বিবেচনা করে আওয়ামী লীগ নেতার এ সহায়তা আমাদের দায়িত্ববোধ এর মাত্রা বাড়িয়ে তুলেছে। এবং প্রেসক্লাবের পক্ষ থেকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন।
আওয়ামী লীগ নেতা আমিনুল ইসলাম শিপন বলেন,মানবতার নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নির্দেশ বাস্তবায়নে আমার সাধ্য অনুযায়ী মানুষ পাশে দাঁড়ানোর চেষ্টা চালিয়ে যাচ্ছি। বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনা মোকাবেলায় চিকিৎসকদের পরেই সামনের সারিতে কাজ করে যাচ্ছেন পুলিশ প্রশাসন ও গণমাধ্যম এর ভাইয়েরা। আমি আমার অবস্থান থেকে বেতাগী থানা পুলিশ ও গণমাধ্যমেরর ভাইদের পিপিই সরবরাহ করতে পেরে আনন্দিত।