অলি আহমেদ ,বেতাগী:
বরগুনার বেতাগীতে মহামারি করোনা ভাইরাসে আক্রান্ত ২ জনের নেগেটিভ হওয়ায়,নতুন করে পজিটিভ নেই, তবে আশংকা কমেনি সচেতন মহলে।
নিয়ন্ত্রণে এসেছে ডায়রিয়ার প্রকোপ। বেতাগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, ১২মে পর্যন্ত করোনা সন্দহে নমুনা সংগ্রহ করা হয়েছে ১২১ টি যার ফলাফল পাওয়া গেয়েছে ১১২ টি ও ফলাফল আসেনি ৬ টি নমুনার। ১০৯ নেগেটিভ ও একজন চিকিৎসকসহ ৩ জন পজিটিভ হয়ে একজন মৃত্যু বরণ করেন গত ১৮ এপ্রিল।
বাকি দুজন চিকিৎসার নিয়ে পজিটিভ থেকে নেগেটিভ হওয়ায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এখন এ উপজেলা করোনা পজিটিভ নেই। এদিকে হঠাৎ করে এপ্রিলের মাঝামাঝি ডায়রিয়ার প্রকোপ দেখা দিয়ে ৭৬৭ জন আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ২ জন ও বিনা চিকিৎসায় নিজ বাড়িতে ২ জন (মোট ৪) মৃত্যু হয়েছে। বেতাগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছে ৩১৩।
আজ বুধবার পর্যন্ত হাসপাতালে ভর্তি রয়েছে ৫ জন। বেতাগী স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তেন মং জানান, এ উপজেলায় আজ পর্যন্ত করোনা পজিটিভ নাই।তবে প্রতিদিনই নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য প্রেরণ করেছেন। নতুন করে পজিটিভ আসেনি। সবার সচেতনতা ও স্বাস্থ্য বিধি মানলে করোনাকে জয় করা যাবে।