অলি আহমেদ :
বরগুনার বেতাগীতে জমে উঠেছে ঈদ বাজার প্রভাব পড়েনি লকডাউনের। বিশ্বব্যাপী মহামারী চলছে। প্রতিদিনই যোগ হচ্ছে মৃত্যু তালিকায় হাজার হাজারো মানুষ নাম। করো না কে উপেক্ষা করে বেতাগী পৌরশহর সহ ছোট-বড় হাঠ বাজার গুলোতে দেখা যাচ্ছে মানুষের কেনা-বেচার হিড়িক।
এ উপজেলায় মহামারি করোনায় আক্রান্ত হয়ে একজনের মৃত্যু ও চিকিৎসকসহ দুইজন পজিটিভ। নতুন করে ডায়রিয়ার প্রাদুর্ভাবে ৪ জনের মৃত্যু সহ এক হাজারের উপরে আক্রান্ত।
মৃত্যু শোক, আক্রান্তের ভয় কিংবা হতাশার ছাপ চোখে পড়েনি হাট বাজারে ও কাপড়ের দোকানগুলোতে। নিজেকে সুরক্ষার জন্য ব্যবহারের গরজ নেই মাক্স হ্যান্ড স্যানিটাইজারে। সামাজিক শারীরিক দূরত্ব বজায় রাখার তৎপরতাও কমেছে প্রশাসনের।
এদিকে ইসলাম ধর্মের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর বাকি আর মাত্র কয়েকদিন। শহর কিংবা গ্রামে মধ্যবিত্ত হতদরিদ্র পরিবারের সদস্যরা যাবতীয় কেনে-কাটা করে থাকেন ঈদকে ঘিরে।
বেতাগী উপজেলা নির্বাহি অফিসার রাজিব আহসান বলেন, অসচেতন মানুষদের ঘরে ফেরাতে সভা করা হয়েছে। প্রয়োজনীয় ব্যবস্থা অব্যাহত থাকবে।