হৃদয় হোসেন মুন্না, বেতাগী::
বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘আম্ফান’ এর ক্ষতিকর প্রভাব মোকাবেলায় বরগুনার বেতাগীতে জরুরী সভা করেছে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি।
আজ রবিবার (১৭ মে) বেলা ২ টায় উপজেলা নির্বাহী অফিসারের সভা কক্ষে উপজেলা চেয়ারম্যান মোঃ মাকসুদুর রহমান ফোরকান এর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ রাজীব আহসান, কৃষি অফিসার মোঃ ইকবল হোসেন, হোসনাবাদ ইউপি চেয়ারম্যান মোঃ খলিলুর রহমান খান, প্রেসক্লাব সভাপতি মোঃ মিজানুর রহমান মজনু, পি.আই.ও জি এম অলিউল্লাহ, সমাজসেবা অফিসার মোঃ শাহিনুর রহমান, জনস্বাস্থ্য উপ সহকারি প্রকৌশলী মেহেদি হাসান, মহিলা বিষয়ক কর্মকর্তা শাহীনুর বেগম, ফায়ার সার্ভিস স্টেশন অফিসার (ভারপ্রাপ্ত) শাহাদৎ হোসেন, পৌর কাউন্সি আঃ রহিম সিকদার প্রমূখ।
সভায় উপজেলার সকল আশ্রয় কেন্দ্র খুলে রাখা, বোরো ধান সহ যে সকল রবি শষ্যের ৮০ ভাগ পেকেছে তা সংগ্রহ করার জন্য কৃষি বিভাগকে নির্দেশ প্রদান করা হয়। এছাড়া জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগকে পানি বিশুদ্ধ করন ট্যাবলেট ও বিলিচিং পাউডার প্রস্তুত রাখার জন্য নির্দেশ দেওয়া হয়।