ঘূর্নিঝড় আম্পান মোকাবেলায় বেতাগী উপজেলা দূর্যোগ ব্যাবস্থাপনা কমিটির জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৯ মে) বেলা ১১ টায় উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে উপজেলা চেয়ারম্যান মোঃ মাকসুদুর রহমান ফোরকান এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন,উপজেলা নির্বাহী অফিসার মোঃ রাজীব আহসান, ভাইস চেয়ারম্যান মোঃ আমিরুল ইসলাম পিন্টু,মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা বেগম, বীর মুক্তিযোদ্ধা মোঃ মোতালেব সিকদার, বেতাগী সদর ইউপি চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম,হোসনাবাদ ইউপি চেয়ারম্যান মোঃ খলিলুর রহমান,বেতাগী প্রেসক্লাব সভাপতি মোঃ মিজানুর রহমান মজনু,উপজেলা দূর্যোগ ব্যাবস্থাপনা কমিটির সদস্য সচিব মোঃ ওলিউর রহমান, উপজেলা যুব রেড ক্রিসেন্ট সোসাইটির দলনেতা অলি আহমেদসহ সকল দপ্তরের প্রধানগণ।
মহামারি করোনার মধ্যে প্রবাল গতিবেগে আসা ঘূর্ণিঝড় আলফান মোকাবেলায় ব্যাপক প্রস্তুতি নেয়া হয়েছে।
ঘূর্ণিঝড় এর পূর্ব প্রস্তুতিমূলক ক্ষয়ক্ষতি কমানোয় কমিয়ে আনার জন্য নানামুখী কর্মসূচি এবং ঘূর্ণিঝড় পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের কার্যদির প্রস্তুতি নেয়া হয়েছে।