হৃদয় হোসেন মুন্না, বেতাগী::
বরগুনার বেতাগীতে ঘূর্ণিঝড় আমফানের প্রভাবে বেড়িবাঁধ ভেঙ্গে পাঁচটি গ্রাম প্লাবিত হয়েছে। বুধবার (২০ মে) সকালে উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ রাণীপুর গ্রামের তিনটি পয়েন্টে বেড়িবাঁধ ভেঙ্গে যায়।
প্লাবিত গ্রামগুলো হলো সদর ইউনিয়নের দক্ষিণ রাণীপুর, ভাগোলের পার, গ্রেদ লক্ষীপুরা, লক্ষীপুরা ও বিবিচিনি ইউনিয়নের রাণীপুর গ্রাম।
ঘূর্ণিঝড় আমফানের প্রভাবে পানি বৃদ্ধি পাওয়ায় এসব গ্রামের প্রায় ৩০০ একর কৃষি জমির রোপা আউশ ও বীজতলা পানিতে নিচে প্লাবিত হয়ে যায়।
খবর পেয়ে বেতাগী উপজেলা পরিষদের চেয়ারম্যান মাকসুদুর রহমান ফোরকান ও উপজেলা নির্বাহী অফিসার মো. রাজীব আহসান ও প্রেসক্লাব সভাপতি মো. মিজানুর রহমান মজনু ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন।
উপজেলা নির্বাহী অফিসার মো. রাজীব আহসান জানান, ঝুকিঁপুর্ণ বেড়বাধঁগুলো মেরামত করার জন্য তাৎক্ষণিকভাবে উপজেলা নির্বাহী প্রকৌশলীকে নির্দেশ দেওয়া হয়েছে। প্লাবিত গ্রামগুলোর বাসিন্দাদের আশ্রয়কেন্দ্র নিয়ে যাওয়া হচ্ছে।